|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নিউ ইয়র্ক অঞ্চলের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২২
বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে নিউ ইয়র্ক অঞ্চলের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদের ভেতরে দুয়ের বেশি ঈদ জামাত হয়েছে।
নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভেইনিয়া, টেক্সাস, লস এঞ্জেলেস, ফিনিক্স, বস্টন, কানেটিকাট, ওহাইয়ো, শিকাগো থেকেও ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।
নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, এলমহার্স্টে মসজিদ আল তৌফিক, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমান মসজিদ, মসজিদ মারজান, আল আমিন মসজিদ, বেলাল মসজিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদে বড় আকারের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
বৃষ্টি থাকায় এবার জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে সর্ববৃৎ ঈদ জামাত এলাকার খোলা মাঠে করা সম্ভব না হলেও জামাতের প্রস্তুতি লগ্নে বৃষ্টির তাণ্ডব কমলে মসজিদের বাইরের রাস্তাতে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মুনিরুল ইসলামসহ কম্যুনিটির বিশিষ্টজনরা অংশ নেন।
এদিকে, মুসলমান আমেরিকানসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে ‘ঈদ মোবারক’ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, এ মাসের শেষার্ধে পররাষ্ট্র দপ্তরে ঈদ উৎসবের আয়োজন করা হবে। সেখানে মুসলিম দেশগুলোর কূটনীতিক ছাড়াও মুসলিম আমেরিকানদের প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনরাও থাকবেন।
এছাড়া ঈদের দিনই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উৎসব।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.