|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে সড়ক দুর্ঘটনা,বজ্রপাত,বিদুৎ স্পৃষ্ট পৃথক তিন ঘটনায় তিন যুবকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাত,বিদুৎ স্পৃষ্ট পৃথক তিনটি ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মে) উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়ের পাড় গ্রামে আল মামুন (২৫) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। নিহত যুবক একই গ্রামের আঃ মালেক মাষ্টারের পুত্র।
স্থানীয়রা জানান, ঈদের ফিতরের নামাজের প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হয়ে ঈদগাঁয়ের দিকে যাচ্ছিল মামুন। এসময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। একই সময় বিকট শব্দে বজ্রপাত আঁচড়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তাক মিয়া। তিনি জানান ঘটনা আমার পাশের এলাকায় ছেলেটি ঈদের নামাজ আদায় করতে মাঠে যাওয়ার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
অপর দিকে মঙ্গলবার (৩ মে)সকাল নয়টার দিকে বিদ্যুৎ স্পৃষ্টে দ্বীন-ইসলাম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার পুত্র।
স্থানীয়রা দৈনিক বাংলার অধিকার কে জানান, সে এলাকায় টুনি নামে পরিচিত, সে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে। ঈদের দিন সকালে নিজ গাড়িটা ধুয়ে পরিষ্কার করে ঘরের ভিতর চার্জ দিতে নেয়। চার্জের লাইন লাগানোর সাথে সাথেই সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন টের পেয়ে মেইন সুইস বন্ধ করে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এছাড়াও সোমবার (২ মে ) রাত এগারোটার দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের ভেলামারি খালেকের মোড় নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা খায় । এতে মোটরসাইকেল আরোহী জাকারিয়া (২০) ছিটকে মূল রাস্তার উপর পড়ে যায় তৎক্ষনাৎ একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত জাকারিয়া একই ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ: ছামাদের পুত্র।
একই ঘটনায় অপর দুই যুবক বাইক চালক শিমন মিয়া ও আরোহী শাহীন মিয়া গুরুতর আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান,ঈদের ছুটিতে বাড়িতে এসে তারা তিন বন্ধু মিলে বাইক নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। পথিমধ্যে সড়ক দূর্ঘনায় একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে।
এসব ঘটনা সম্পর্কে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা সম্পর্কে অবগত আছি, বজ্রপাতের বিষয়টি কেউ অবহিত করে নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.