|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল, দেশ ও জাতির কল্যাণ কামনা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২২
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা করোনাকাল কাটিয়ে দুই বছর পর খোলা জায়গায় ঈদের নামাজ হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়ায় এবার ঈদের নামাজে মুসল্লিদের ঢল নেমেছে।
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। এর আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গার সংকুলান না হওয়ায় ঈদগাহের পার্শ্ববর্তী সড়কেও অনেকে ঈদের নামাজ আদায় করেন।
করোনা পরিস্থিতিতে গত দুই বছর চারটি ঈদে মুসল্লিদের ঈদের নামাজ পড়তে হয়েছিল মসজিদে। এবার করোনার বিধিনিষেধ ছিল না।
ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে ইমামতি করেন জৈনপুরী পীর সাহেব ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী। ঈদের বিশেষ খুতবা পড়া হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মো. লিটনসহ বিভিন্ন পর্যায়ের লোকজন ঈদ জামাত শেষে কুশল বিনিময় এবং ঈদের কোলাকুলি করেন।
গজারিয়া থানার পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর্ন ভাবে উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে ঈদের নামাজের পরপরই গজারিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টি নামে। এতে অনেকে ভোগান্তিতে পড়েন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.