|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঈদে ৬ টি জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২২
পবিত্র ঈদুল ফিতরের দিন বজ্রপাতে দেশের ছয় জে’লায় আটজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে টাঙ্গাইলে একই স্থানে তিন কিশোর মারা গেছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, বাগেরহাট, মেহেরপুর ও কক্সবাজারে একজন করে মারা গেছেন।
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মে ) সকালে উপজে’লার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীপাড়ে এ ঘটনা ঘটে।মৃত শিশুরা হলো- ওই এলাকার রবিউলের ছেলে আরিফ (১১) এবং একই এলাকার জুলহাসের ছেলে ফয়সাল (১২)। তাৎক্ষণিকভাবে মৃত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ভূঁইয়া বলেন, বজ্রপাতে তিনজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তারা ঈদের নামাজ পড়ার আগে নদীতে গোসল করতে গিয়েছিল বলে শুনেছি। সেখানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত অবস্থায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রনি মিয়া দুর্গাপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
দুর্গাপুর গ্রামের বাসিন্দা শিপন আহমেদ জানান, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৯টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছিল। মেঘও বেশ গর্জন করছিল। এরই মাঝে রনি ঈদের নামাজ আদায় শেষে তার বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। এ সময় তিনি বজ্রপাতের কবলে পড়েন। পরে তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে এক বৃদ্ধ মা’রা গেছেন।স্থানীয়রা জানান, ঈদের দিন সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহ’জাহান মিয়া বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। এ সময় বজ্রপাত ঘটলে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের মোংলায় কাঠ নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মহির উদ্দিন শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে মোংলা উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে। মহির উদ্দিন শেখ মোংলা উপজেলার মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য অজিত মজুমদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢালিরখণ্ড এলাকা থেকে জ্বালানি কাঠ নিয়ে বাড়িতে ফিরছিলেন মহির উদ্দিন শেখ। পথিমধ্যেই বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামে বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার ভাই মন্টু (৪৮) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সকালে ঈদের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজ্জাক ও মন্টু। পথে বজ্রপাত হলে দুজনই আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতা’লের আবাসিক মেডিকেল অফিসার মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজার সদর উপজে’লার চৌফলদণ্ডীতে বজ্রপাতে শামসুল আলম (৫০) নামে এক লবণচাষির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন একজন। বিকেল ৪টার দিকে এ দুর্ঘঘনা ঘটে।লবণচাষি শামসুল আলম সদর উপজেলার সহ বিভিন্ন জেলায় আরও মৃত্যু সংবাদ পাওয়া যায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.