|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আমিরাতের আল আইনে প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের ইফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২২
গত শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে গ্রীন সিটি আল আইনে ৫ নম্বর সানাইয়া আল আইন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ শফিকের বিল্ডিংয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার উদযাপন কমিটির সদস্য সচিব আল আইন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন আল আইন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক জনাব ফজলুল করিম মাসুদ হাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ সালেহ আল কাসেমী, লেবার কাউন্সিলর আব্দুল আলীম মিয়া , লুৎফুন নাহার নাজিম (সচিব) মাজহারুল ইসলাম (তৃতীয় সচিব), বঙ্গবন্ধু পরিষদ আল আইন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ শেখ ফরিদ আহমেদ সি,আই,পি।
উত্তম কুমার হাওলাদার সহ-সভাপতি. জহিরুল ইসলাম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকী, মোহাম্মদ মনির হক টুটুল, হাফেজ শফিকুল আলম মানিক,মোহাম্মদ করিম, আল আইন আওয়ামী লীগের সভাপতি জনাব কাসাউদ্দিন,বিসিসি আল আইনের সভাপতি ইঞ্জিনিয়ার এ আর মাকসুদ, ডাক্তার খান সি আই পি, মোহাম্মদ ইউনুছ মিয়া সিআইপি, মোহাম্মদ আবু মনছুর,মোহাম্মদ সোলেয়মান মোহাম্মদ মনসুর আহমদ মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ শেখ আহম্মদ,আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ,মোহাম্মদ মোরশেদ মোহাম্মদ ফরিদ তালুকদার, এতে সার্বিক তথ্যাবধানে মোহাম্মদ ইয়াকুব,সেকান্দর সান,মোহাম্মদ ফজলুল করিম মাসুদ হাজারী, মোহাম্মদ ইসমাইল হোসেন, আবুল খায়ের মিলন, মোহাম্মদ হারুনুর রশিদ টিপু, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম নয়ন, মোহাম্মদ সাহাজান,মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইসলাম,মোহাম্মদ আলম, মোহাম্মদ আকবর,মোহাম্মদ নিজাম, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ আব্দুল মান্নান, মোহাম্মদ মহিউদ্দন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ফরিদ ও মোহাম্মদ জাহেদ সহ অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.