|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজধানীতে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে এবারের পবিত্র ঈদুল ফিতরের জামায়াত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২২
আগামীকাল ৩ মে ঈদের প্রধান জামায়াত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় ।
তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
এবিষয়ে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের নামাজের ৫টি জামায়াত। ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।
ঈদের দিন সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এবার সবার জন্য উন্মুক্ত থাকবে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত।
জামায়াতে অংশ নেবেন সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা।আগ্রহী মুসল্লিদের জামায়াতে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামায়াত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
তবে মাঠে কোনো কারণে জামায়াত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টা, সাড়ে ৭টা ও ৯টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত। ধানমন্ডির তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৯টায়, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে সকাল সাড়ে ৭টায়,মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। মিরপুর ১৩ নং সেকশন কেন্দ্রীয় মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ২ মে ২০২২.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.