|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বীরমুক্তিযোদ্ধার উপর হামলা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১ মে, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের বিয়ারা গ্রামে অবসর প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মোঃ আবদুল কদ্দুসের উপর পবিত্র শবে কদরের রাতে বিয়ারা জামে মসজিদ প্রাঙ্গনে হামালা জানা যায় একই গ্রামের মৃত বাবর আলীর তিন পুত্র যথাক্রমে আবদুল হাই, আব্দুল আলী, কালা মিয়া ও কেনু মিয়ার কর্তৃক প্রকাশ্যে মসজিদের মুসুল্লীদের সামনে হামলা করে।
এবং শারীরিকভাবে নির্যাতন করে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, বীরমুক্তিযোদ্ধা হাজী আবদুল কদ্দুস বিয়ারা জামে মসজিদের সভাপতি হিসাবে দায়িত্বরত আছেন। শবে কদরের রাতে হাফেজদের জন্য আদায়কৃত টাকা তিনি হাফেজদের মাঝে বন্টন করে দিতে চান। এতে করে এই মসজিদের সেক্রেটারী মোঃ আবদুল হাই আদায়কৃত টাকা হাফেজদের অর্ধেক দিয়ে বাকী অর্ধেক টাকা রেখে দেবার চেষ্ঠা করলে মুক্তিযোদ্ধা এতে মত দেয়নি। একে করে আবদুল হাই ও তার ভাই আবদুল আলী মুসুল্লীদের সামনে বীরমুক্তিযোদ্ধাকে কিল ঘুষি মেরে টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং কেনু মিয়া প্রকাশ্যে গালাগালি করে। উল্লেখ্য, রিয়ারা গ্রামের বেপারী বাড়ির এই পরিবারটি এলাকায় সন্ত্রাসী পরিবার ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। আবদুল আলীর এক পুত্র মোঃ রুবেল ইয়াবার চালান সহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। তার নামে ৭/৮টি মামলা চলমান রয়েছে। বিয়ারা গ্রামের হাবিবুর রহমান, দুলাল মাস্টার বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্ঠা সহ বেপারী বাড়ির লোকজন মুক্তিযোদ্ধা পরিবারকে এনিয়ে বাড়াবাড়ি করলে গ্রাম ছাড়া করার হুমকী প্রদান করেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার নান্দাইল রোড বাজার এলাকা থেকে নেতৃবৃন্দ বীরমুক্তিযোদ্ধা আবদুর কদ্দুসের বাড়িতে গিয়ে ঘটনা অবহিত হয়ে আসেন এবং মুক্তিযোদ্ধা পরিবারকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল জানান, তিনি ঘটনা শুনে শনিবার রাতে এলাকার ১০/১৫জন নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়েছিলেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রকাশ্যে বিচার দাবী করেছেন। নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে অবঃ প্রধান শিক্ষক মোঃ আবদুল কাইয়ুম বাবুল, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক ঘটনা শুনে শনিবার রাতে বীরমুক্তিযোদ্ধার বাড়িতে যান এবং বীরমুক্তিযোদ্ধার প্রতি সমবেদনা জ্ঞাপন সহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী করেন। উল্লেখ্য, বীরমুক্তিযোদ্ধা হাজাী মোঃ আবদুল কদ্দুস এলাকায় একজন শান্ত প্রিয় ও নীরিহ মানুষ হিসাবে পরিচিত। তার ২পুত্র সরকারী চাকুরী সূত্রে বাড়িতে না থাকায় এই নীরিহ পরিবারটির উপর ইতি পূর্বেও আরও কয়েকবার হামলা ও হুমকী প্রদান করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আবুল হাসান জানান, তার পরিবার এই ঘটনায় খুবই মর্মাহত ও ক্ষদ্দ। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.