ফেনী জেলার মধ্যে দৃষ্টিনন্দন যে কয়েকটি মসজিদ রয়েছে তার মধ্য অন্যতম একটি মসজিদ জাবালে নুর জামে মসজিদ। এই দৃষ্টিনন্দন মসজিদটি স্থাপিত হয়েছে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ১০ নং ঘোপাল ইউনিয়ন ৪ নং ওয়ার্ড পশ্চিম ঘোপাল গ্রামে। বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, দ্বীণ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব গণি আহম্মদ’র সু-দৃষ্টিতে জাবালেনুর জামে মসজিদ নির্মিত হয়। কোটি কোটি টাকা অনুদান প্রদান করে মসজিদ নির্মাণে ভূমিকা রাখেন আলহাজ্ব গনি আহম্মদ। এই দৃষ্টিনন্দন মসজিদের নামাজীদের কষ্টের কথা চিন্তা করে আলহাজ্ব গণি আহম্মদ নিজের ব্যাক্তিগত অর্থায়নে প্রতিস্থাপন করে ২০ টন এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। তৈরি করেন বিলাসবহুল ঘাট।
এসব দেখতে প্রতিদিনই আসেন অনেক পর্যটন ও ধর্মপ্রাণ ব্যক্তিগন। শুধু তাই নয় এলাকাবাসীর স্বাস্থ্য ও চিকিৎসা সেবার কথা চিন্তা করে আলহাজ্ব গণি আহম্মদ নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন আলহাজ্ব গণি আহম্মদ স্বাস্থ্য কমপ্লেক্স। যেখান থেকে সেবা নিচ্ছেন হাজার হাজার অসহায় মানুষ। নাম মাত্র ফিস দিয়ে উন্নত চিকিৎসা সেবা নিচ্ছেন অসহায় দুস্থ মানুষ। বিনামূল্যে দেওয়া হয় ওষুধ।
পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষা প্রয়োজন। তাই তিনি গড়ে তুলেন নিজের মায়ের নামে আশ্রাফুল নিসা মহিলা মাদ্রাসা। যে মাদ্রাসা থেকে প্রতি বছর শিক্ষা নিচ্ছেন ৪শত অধিক ছাত্রী। মানব সেবা করা যার নেশা তাকে আটকে রাখা কঠিন। তাই তিনি এই সব কিছুর পাশাপাশি করৈয়া মদীনাতুল ইসলামীয়া মাদ্রাসার আজীবন সভাপতি, পশ্চিম ঘোপাল আশ্রাফুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার সভাপতি, দু-যুগ সময় ধরে সুনামের সাথে রয়েছেন জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি। শুধু ফেনী জেলা কিংবা ছাগলনাইয়া উপজেলা নয় সারাদেশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। প্রতিদিন অসহায় মানুষের পাশে থেকে দিচ্ছেন মানবসেবা। গরীর দুখী, মানুষের সেবায় করতে পারলে আনন্দ ও তৃপ্তি পান মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত আলহাজ্ব গণি আহম্মদ।