|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ডেমরায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২২
ডেমরায় ঘাসফুল সংগঠনের উদ্যোগে ঈদ উপহার
ঈদকে সামনে রেখে রাজধানী ডেমরার সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন "ঘাসফুল সংগঠন"।
২৯ এপ্রিল (শুক্রবার )বাদ মাগরিব বামৈল পশ্চিমপাড়া ঘাসফুল সংগঠনের অফিস প্রাঙ্গণে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অসহায় সুবিধাবঞ্চিত কর্মহীন, দিনমজুর ও রিকশাচালকসহ মোট দেড় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী ও প্রায় ৪০ জনের অধিক শিশুর মাঝে ঈদ পোশাক তুলে দেন সংগঠনের সদস্য ও অতিথিরা।
ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে হাফ লিটার তেল, এক কেজি করে পোলার চাল,হাফ কেজি চিনি, হাফ কেজি দুধ এবং দুই প্যাকেট করে লাচ্ছা সেমাই দেওয়া হয়।
ঘাসফুলের সভাপতি নূুর মোহাম্মদ নোমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ এর সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন,বামৈল উত্তরের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আবু হানিফ ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুদ মিয়া প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সালে আহমেদ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মুখে খাবার তুলে দিতে এই ঈদ সামগ্রী বিতরণ করেছি।গত দুইটি বছর করোনায় ও ঘাসফুল সংগঠন অসহায়দের পাশে দাড়িয়েছে।ঈদ ইভেন্টের কয়েকটি ধাপ রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ঘাসফুল একটি অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক অরাজনৈতিক সংগঠন। ২০১৬ সাল থেকে কার্যক্রম শুরু করা এই সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.