|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চিতোষীতে গরীব রোগিদের নিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পিং সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ এপ্রিল, ২০২২
শাহরাস্তিতে "চিতোষী মর্ডান হাসপাতাল" কর্তৃক আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়েছে।
গত ২৯ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম বাজারে আগত দুস্থ রোগিদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ডাঃ এসএম মোশারফ হোসেনের তত্বাবোধানে পরিচালিত উক্ত ক্যাম্পে ২ শতাধিক রোগীর নিরাপদ স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
সেবা সমূহের মধ্যে গাইনী, যৌন ও চর্ম, নাক,কান,গলা, চক্ষু এবং মেডিসিন উল্লেখ যোগ্য। সকল বিভাগে আসা রোগির সংখ্যা ছিলো চোখে পড়ার মত।
এসময় মেডিসিনে ডাঃ এসএম মোশারফ হোসেন, গাইনীতে ডাঃ তাহমিনা আক্তার, নাক, কান ও গলায় ডাঃ এমএ তাহের, যৌন ও চর্ম রোগে ডাঃ নজরুল ইসলাম এবং চক্ষু রোগে ডাঃ ফয়েজ আহমেদ চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করেন।
রোগির অভিভাবক সুরুজ মিয়া বলেন, আমি হাসপাতাল কর্তৃপক্ষের প্রচার শুনে আমার স্ত্রীকে নিয়ে এসেছি। সে বেশ কিছুদিন গাইনী সমস্যায় ভুগছিলো। তাই এখানে বিনা মূল্যে গাইনী ডাক্তার দেখাতে এসেছি। গাইনি ডাক্তার তার স্ত্রীকে আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেছেন বলে তিনি জানিয়েছেন।
চক্ষু রোগে আক্রান্ত সালমা বেগম বলেন, চোখের সমস্যা নিয়ে এসেছি। আমাদের আশপাশে চক্ষু ডাক্তার না থাকায় অসহায় মানুষগুলো নিরাপদ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মাইকিং শুনে এখানে এসে সেবা গ্রহন করেছি। কিন্তু কোন প্রকার টাকা লাগেনি। তিনি সেবা গ্রহন করে সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন।
হাসপাতাল পরিচালক ডাঃ এসএম
মোশারফ হোসেন বলেন, চিতোষী বাজারের দক্ষিন-পশ্চিমাংশে প্রতিষ্ঠিত হাসপাতালটি হত-দরিদ্র রোগিদের স্বাস্থ্য সেবায় নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার সীমানাবর্তি এই জনপদটি জেলা সদর থেকে দূরে হওয়ায় অসহায় রোগিরা দ্রুত ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবার থেকে বঞ্চিত হচ্ছে। তাই স্থানিয় জন-প্রতিনিধি ও স্বাস্থ্য সচেতন সূধীজনের অনুরোধে ফ্রি চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেছি। এতে সাধারণ রোগিদের সাড়া ও স্থানিয়দের সার্বিক সহযোগিতা পেয়েছেন বলে তিনি জানান।
স্থানিয়রা জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সেবার মাধ্যমে জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এভাবে বছরে ৩ থেকে ৪টি ক্যাম্প করা হলে নিরীহ রোগিরা বিনা টাকায় দ্রুত স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারবেন। তিনি এমন সুকর্মের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.