|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২২
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে নালিশী সম্পত্তির বাদী নাজমা আক্তার কে আহত করা হয়েছে । আহত নাজমা আক্তার ভবের চর ইউনিয়ন, চরপাথালিয়া গ্রামের মৃত আরফাত আলি ফারুকী, সাবেক ইউপি চেয়ারম্যানের সুযোগ্য কন্যা । আহত নাজমা আক্তার কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত নাজমা আক্তারের ভাই শিক্ষক রফিকুল ইসলাম নান্টু জানান
দেওয়ানী মোকদ্দমা ১৯৩/২০২১, সিনিয়র সহকারী জজ আদালত, গজারিয়া, মুন্সিগঞ্জ , বিচারাধীন রয়েছে। নিজ বাড়ি সংলগ্ন বৃহস্পতিবার সকাল ১১টায় মামলার বাদী আমার বোন নাজমা আক্তার , বিবাদী পক্ষ কে নালিশী সম্পত্তি দখলের চেষ্টায় বাধা প্রদান করে। বিবাদী পক্ষ
হামলাকারীরা হলো পিতা-মৃত আনছর আলী সরকার, মোঃ শাহজাহান সরকার, শাহজাহান সরকারের ছেলে রুবেল সরকার, আলমগীর সরকার, জাকির সরকার, রিপন সরকার সহ ৫ থেকে ৬ জন । হামলাকারীরা দেশীয় অস্ত্র লাঠি ও দাও দিয়ে নাজমাকে পিটিয়ে আহত করেছে। আমার অপর এক বোন জীবন নেছা বাদি হয়ে গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেন। গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.