|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে (ওসি)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ এপ্রিল, ২০২২
“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার ” এই পতিপাদ্যকে সামনে রেখে, আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা এলাকার বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এজেন্ট, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগন ও নিরাপত্তা কর্মীদের সাথে নিরাপত্তা সংক্রান্ত ও সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কুলিয়ারচর থানা পুলিশের আয়োজনে, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গেলাম মোস্তফা এর অফিস কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় কুলিয়ারচর থানাধীন বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এজেন্ট,ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগনের সাথে নিরাপত্তা সংক্রান্তে সচেতনতা মূলক বক্তব্য ও পরামর্শ বিনিময় করেন, থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গেলাম মোস্তফা এবং এলাকার বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এজেন্ট ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, নিরাপত্তা কর্মী বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.