|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের উদ্যােগে ইফতার বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২২
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর পক্ষ থেকে দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ।
২৬ এপ্রিল ( মঙ্গলবার) বাদ আছর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সাইনবোর্ড এলাকায় এ ইফতার বিতরণ করা হয়
বিএমজিটিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক নেতা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু । ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান না করায় শিক্ষকদের মাঝে হতাশা বিরাজ করছে বলে জানান তিনি ।
তিনি সংগঠনের সাফল্য কামনা করে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম, সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, সহসভাপতি আব্দুস সাকুর, কবি সুরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা শাহ আলম, ফজলুর রহমান, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার,দপ্তর সম্পাদক এলিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান, সম্পাদক মনিরুজ্জামান, আরমান শেহজাদা, দেলোয়ার হোসেন প্রমুখ ।
এ সময়ে সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয় । ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালু থাকবে বলে জানান সংগঠনের সভাপতি মোঃ হারুন অর রশিদ ।
ইফতার বিতরণ শেষে সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.