|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল ও ১৬ কেজি গাঁজাসহ ৪ জন আটক–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ এপ্রিল, ২০২২
কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী ফুলবাড়ি থানা পুলিশ ১০০ বোতল ফেন্সিডিল ও নাগেশ্বরী থানা পুলিশ ১৬ কেজি গাঁজা সহ মাদক কারবারে জড়িত ৪ ব্যবসায়ীকে আটক করেছে।
২৬ এপ্রিল মঙ্গলবার বিকেল সাথে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্স সহ ফুলবাড়ী থানাধীন উত্তর কাশিপুর গ্রামের বেড়াকুটি হতে ছিলাখানা গামী রাস্তায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশিকালে বিশেষ কৌশলে পরিবহন করা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে ও এর সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে। এসময় মাদক পাচারে আসামীদের ব্যবহৃত উক্ত অটো রিক্সাটিও জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীরা জেলার চিলমারী উপজেলার রমনা খামারের মৃত শামছুল হক এর ছেলে নাজমুল হুদা নয়ন(২৫), নয়াবাড়ি এলাকার আবুবক্কর এর ছেলে মিজানুর রহমান মিজান(২৮) ও একই আব্দুল আজিত এর ছেলে জাহেদুল ইসলাম (২৬)।
অপরদিকে একই দিনে নাগেশ্বরী থানা পুলিশের এক বিশেষ অভিযানে রাত ১১ টার সয়য় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মোঃ ফারুক মিয়া,এস,আই আনোয়ারুল ইসলাম, এ,এস,আই নাজমুল হোসাইন এ,এস,আই রফিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ নেওয়াশী ইউনিয়নের গাগলা এলাকার এগারোমাথায় হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে পাকা রাস্তায় অবস্থান নিয়ে বিশেষ প্যাকেটে মোড়ানো ১৬ কেজি গাঁজা পরিবহনকালে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম (১৯) কে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম ফুলবাড়ি থানার মধ্যকাশিপুরের জায়গীরটারী গ্রামের মোঃ ইসলাম হোসেনের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান ও মোঃ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ২৭ তারিখ বুধবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.