|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সুনামগঞ্জের ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় (জুমেল উদ্দিন)কে হত্যা করা হয়েছে–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২২
প্রতিপক্ষের হামলায় জুমেল উদ্দিন(১৪) নামের একজনকে হত্যা হয়েছেন।
স্থানীয় এবং মামলা সূত্রে জানা যায়,
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর বাজারে গত ১৭/০৪/২০২২ রবিবার
ইফতারের পর চা পান করতে গিয়ে মল্লিকপুর গ্রামের আব্দুল জলিল তালুকদারের ছেলে মোঃ কামরান আহমেদের সাথে চা দোকানদার মল্লিকপুর গ্রামের আব্দুল কদ্দুছ পক্ষদ্বয়ের সাথে তর্কে জড়িয়ে ধস্তাধস্তি হয়।
পর দিন(১৮/৪/২০২২)সোমবার
আব্দুল জলিল তালুকদারের পক্ষদ্বয়ের লোকজন পীরপুর বাজারে যাওয়ার পথিমধ্যে
আব্দুল কদ্দুছ পক্ষদ্বয়ের মৃত তাজউদ্দীনের বাড়ির পশে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎপেতে জড়ো হয়ে থাকা লোকজন দেশীয় অশ্রসশ্র ,লাটিসুটা,ইটপাটকেল দিয়ে তাজউদ্দীনের বাড়ির পাশে পীরপুর,মল্লিকপুর অভিমুখ রাস্তায় হামলা চালায়।
এতে গ্রামে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি শুরু হয়।
দুপক্ষের মারামারির একপর্যায়ে গুরুতর আহত জমির উদ্দিনের ছেলে জুমেল উদ্দিন(১৪)সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তিকরা হয়।
দুপক্ষের সংঘর্ষে আহতদের কমপক্ষে ২০জনকে স্থানীয় কৈতক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা করা হয়।
তবে গুরুতর আহত জমির উদ্দিনের ছেলে জুমেল উদ্দিন(১৪) মাথায় মারাত্মক জখম হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই আব্দুল কদ্দুছ পক্ষদ্বয়ের ۔ নূরুল, শফিকুল, আয়নাল ,আজিজ সহ ৪ জনকে আটক করেছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.