|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের আমর্ড এসআই মান্নান গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২২
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের অবসরপ্রাপ্ত আমর্ড এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগরে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৬৫) ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার প্রয়াত রমিজ উদ্দীর ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশের আমর্ড এসআই।
ওসি তানভিরুল ইসলাম বলেন, ২০২০ সালে সদরের মাদারগঞ্জ এলাকার প্রয়াত হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী বাদি হয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের যুগ্ম দায়রা জজ আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন।
মামলার পর আদালতে স্বাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ত শেষে গত বছরের ১০ নভেম্বর আব্দুল মান্নানকে এক বছরের কারাদÐ ও ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আব্দুল মান্নানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের পরোয়ানাটি ঠাকুরগাঁও পুলিশ সুপারের মাধ্যমে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানো হয়।
মামলার রায়ের আগে থেকেই পুলিশের অবসরপ্রাপ্ত আমর্ড এসআই আব্দুল মান্নান পালিয়ে বেড়াচ্ছিলেন।
ওসি তানভিরুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঐ এলাকার টিটিসির সামনে থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.