|| ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় ভোক্তা অধিকারের একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ এপ্রিল, ২০২২
চাঁদপুর জেলা কার্যালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকায় হাবিব আইসক্রিম কারখানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর সদর কার্যালয় সহকারী পরিচালক জনাব নূর হোসেনের নেতৃত্বে অভিযান ও বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫০০০/- জরিমানা আরোপ ও সতর্ক করা হয়।
জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে দৈনিক বাংলার অধিকার কে জানান। আজকের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.