|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে আতঁশবাজির কারখানার মালিককে ৩ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২২
ময়মনসিংহের নান্দইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিন বাঁশহাটি গ্রামে আতঁশবাজি কারখানায় বিস্ফোরনে দুই নারী মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত কারখানার মালিক বোরহান উদ্দিনকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালত থেকে রিমান্ডে নিয়েছে ময়মনসিংহ জেলা সিআইডি। রোববার (২৪ এপ্রিল) ময়মনসিংহের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সিআইডি’র পক্ষ থেকে রিমান্ডের আবেদন জানানো হলে বিজ্ঞ বিচারক রাজিব হাসান ৩ দিনের জন্য রিমান্ড মঞ্জুর করে আদেশ প্রদান করেন। আদালতের পরিদর্শক প্রসুন কান্ডি দাস বলেন, গ্রেফতারকৃত বোরহান উদ্দীনকে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি ) ৭দিনের জন্য নিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত শুনানী শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত বুধবার ভোরে উপজেলার বাশঁহাটি গ্রামে আতঁশবাজির কারখানায় তীব্র বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে করে কারখানার শ্রমিক আপিলা খাতুন (৫০) ও নাছিমা খাতুন (৩০) ঘটনাস্থলেই মারা যায়। ওই দিন রাতেই নান্দাইল মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ বাবলুর রহমান বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি ও আরেকটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর গত শনিবার ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে মূল আসামী রোবহার উদ্দিনকে সিআইডি গ্রেফতার করে। এর পূর্বে গত শুক্রবার ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের নিদের্শে নান্দাইল থানা থেকে ২টি মামলার তদন্তভার সিআইডি পুলিশ গ্রহন করেছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.