|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কটিয়াদীতে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২২
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার(২৫ এপ্রিল) বিকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক পরিচালিত ভ্রাম্যমান আদালত ৫ টিকে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, আজ সোমবার ২৫ এপ্রিল বিকেলে কটিয়াদী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভোজ্যতৈল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অপরাধে কৃষ্ণ সাহা স্টোর কে ৫ হাজার, জুয়েল স্টোর কে ১ হাজার ও রুপালী স্টোর কে ২ হাজার টাকা। এবং বাটা শোরুম কে অধিক মূল্যে জুতার দাম নির্ধারণ করায় ২ হাজার, এপেক্স শোরুম কে ক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে জুতা বিক্রি করার দায়ে ২ হাজার টাকা সহ মোট ১২ হাজার টাকা জরিমানা কর হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণের স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
কিশোরগঞ্জ জেলা পুলিশের সহায়তায় পরিচালিত উক্ত অভিযানে জেলা বিএসটিআইয়ের পরিদর্শক মাহবুব আলম উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.