|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাবেক ক্রিকেটার মোশারফ হোসন রুবেল এর ইন্তেকাল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২২
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোঃ মোশারফ হোসন রুবেল, ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ব্রোন ক্যান্সারের সাথে লড়াই করেছেন এই ক্রিকেটার। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে, সব ভালোবাসাকে ছিন্ন করে চলে গেলেন ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল। মঙ্গলবার হুট করে শারীরিক অবস্থার অবনতি হলে রুবেলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউনাইটেড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা মোশররফ রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে ২০১৯ সালের মার্চ মাসে। এরপর সিঙ্গাপুরে গিয়ে অস্ত্রোপচার করিয়ে সেই টিউমার অপসারণও করা হয়েছিল। মোটামুটি সুস্থই হয়ে উঠেছিলেন তিনি।
আজ মঙ্গলবার ১৯ এপ্রিল রাত দশটায় তারাবি নামাজের পর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোশাররফ হোসেন রুবেল এর জানাজা নামাজ শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মোশাররফ হোসেন রুবেল এর মৃত্যুর সংবাদে তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরে শোকের মাতামাতির বয়েছ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.