|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল’র মৃত্যুতে ছাগলনাইয়া এক ছাত্রলীগ নেতার আবেগঘন স্ট্যাটাস-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২২
ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জহিরুল ইসলাম জুয়েল'র অকাল মৃত্যুতে এক বিশেষ শোক প্রকাশ ও উনার আত্মার মাগফেরাত কামনা করে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সফল সাংগঠনিক সম্পাদক ও রাধানগর ইউপি সদস্য আনোয়ার হোসেন মজুমদার অভি। তাঁর এই স্ট্যাটাসে জেলা উপজেলা ছাত্রলীগের অনেক অভিমানের কথা ফুটে উঠেছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাঁর ব্যাক্তিগত ফেইসবুক (Anowar Mozumdar) আইডিতে স্ট্যাটাসটি পোষ্ট করলে তাহা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসটি দৈনিক বাংলার অধিকার এর নজরে আসলে পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হয়।
জুয়েল ভাই আামাদের ক্ষমা করে দিয়েন।
ভাই সময়মতো আমরা কেউ জানতে চাইনি, আপনার মনের কোনে জমে থাকা অভিমানের কথা। এক বুক অভিমান নিয়ে আপনি আামাদের এভাবে ছেড়ে যাবেন তা কোনওদিনও ভাবিনি। রাজনিতীতে আমরা আপনার কর্মের সঠিক মূল্যায়ন করতে পারিনি। আপনাকে অনেক কাছ থেকে দেখেছি, আপনার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। কিভাবে ভালোবাসা দিয়ে কর্মীদের মন জয় করতে হয়, তা আপনাকে দেখে শিখেছি।
ভাইয়া আপনার স্নেহময় ভালোবাসার কথা কিছুতেই ভুলতে পারছিনা। ফেনী সরকারি কলেজ থেকে ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ, আমার ছাত্রনেতা হয়ে উঠার পিছনে আপনার অবদান কম নয়। আপনি এবং রিন্টু ভাইয়ের সাক্ষরেই আমরা ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আসি।
ভাই আপনার এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিনা। আজ আপনি আামাদের মাঝে নেই, আপনার স্মৃতিগুলো ঠিকই রয়ে গেছে। আপনার স্মৃতিগুলো আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরনা হয়ে থাকবে। আপনি বেঁচে থাকবেন হাজারো নেতা-কর্মীর হৃদয়ে, ভালোবাসার এক ফসলা বৃষ্টি হয়ে, বুকভরা অভিমানের উদাহরণ হয়ে।
আবারও বলছি, ভাইয়া আমরা আপনার সঠিক মূল্যায়ন করতে পারিনি, আামাদের ক্ষমা করে দিয়েন। আমরাও আপনাকে ক্ষমা করে দিয়েছি।
দোয়াকরি, মহান আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক। আপনার অবুঝ দুই সন্তান সহ পরিবারের সবাইকে শোক সইবার ক্ষমতাদান করুক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.