|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী গ্রেফতার-২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২২
জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়কারী ২ জন ব্যাবসায়ীকে আটক করা হয়েছে এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায়, ১৮ এপ্রিল সোমবার সাড়ে ৯ টার সময় জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুছ ছালাম ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করাকালে সদর মডেল থানাধীন বাবুর হাট বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে চাঁদপুর টু কুমিল্লা পাকা সড়কের উপর হইতে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয়কারী ১। মোঃ আবু সায়েম ভূইয়া (২৩), পিতা-মৃত মোঃ আরশাদ আলী ভূইয়া, মাতা-কুলছুমা বেগম, ২। মোঃ শাফিন ভূইয়া (২১), পিতা-মোঃ বনি আমিন, মাতা-শাহনাজ পারভীন, উভয় সাং-রাজুর কান্দি (ভূইয়া বাড়ী), থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর এবং তাহাদের দখল হইতে সৌদি, কাতারের রিয়াল, দুবাইয়ের দেরহাম ও ইউএস ডলার, যাহা বাংলাদেশী মুদ্রা মান ৫,৭৩,৯৭৩ টাকা এবং বাংলাদেশী নগদ ৬,২৫,৮৮০/-টাকাসহ সর্বমোট ১১,৯৯,৮৫৩/-টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.