|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর শহরে ভবন সঙ্কটে ব্যহত হচ্ছে পাঠদান, শিক্ষা মন্ত্রীর সু-দৃষ্টি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২২
চাঁদপুর শহরে ভবন সঙ্কট নিয়ে নড়বড়ে অবস্থায় চলছে ৯৪নং পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। ১ কক্ষেই চলছে ২ শ্রেণীর শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে পাঠদান। কোমলমতি শিক্ষার্থীদের ক্ষোভের যেন অন্ত নেই।১৮ এপ্রিল সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে গেলে ভবনের এই বেহাল দশা নজরে আসে।৪র্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থী জানায়, মেডামরা আমাদের ক্লাসে ২ শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরও ক্লালা নেয়। ওরা আমাদের ক্লাস ময়লা করে ফেলে। এটা দেখে আমাদের খুব কষ্ট লাগে।জানা যায়, ১৯১৮ সালে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রায় ৪০ শতাংশ জায়গা জুড়ে তাদের পাঠদান কার্যক্রম শুরু করে। এরপর একে একে ছোট ছোট ২ টি ১ তলা ভবন হলেও সময়ের পরিক্রমায় এগুলো জড়াজীর্ণ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে ২ কক্ষ বিশিষ্ট অপর ১টি একতলা ভবনে কোনমতে মাঝখান দিয়ে বেড়া দিয়ে ২টি শ্রেণীর জন্য আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে।আরো জানা যায়, জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩শ’ এর মতো কোমলমতি শিক্ষার্থী রয়েছে। ৯ জন শিক্ষক তাদের নিয়মিত পাঠদান করছেন। একটি আধুনিক বহুতল বিশিষ্ট ভবন হলে শিক্ষার্থীদের পড়ালেখা আরো বেগবান হতো।এসব তথ্য নিশ্চিত করে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপিকা রানী ভৌমিক ‘কে বলেন, আমাদের ৩টি ১ তলা ভবনের ২টিই জড়াজীর্ণ। এগুলো এতোটাই অকেজো হওয়ায় নিলাম পর্যন্ত হয়না। পাশের ২ কক্ষের ১ তলা বিশিষ্ট ভবন যেটি রেয়েছে সেটার অবস্থা ভয়াবহ। আমরা কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখা যাতে ব্যাহত না হয় সেজন্য ১টি বহুতল বিশিষ্ট আধুনিক ভবন পেতে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.