|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আর্থিক সঙ্কট সমাধান শ্রীলঙ্কাকে ২ বিলিয়ন ডলার দেবে ভারত সরকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২২
দেনার দায়ে ডুবতে বসা শ্রীলঙ্কাকে উদ্ধারে এগিয়ে এসেছে ভারত। বিভিন্ন সরকারি সূত্র বলছে, এই দ্বীপরাষ্ট্রকে আরও দুই বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে ভারত। এই উদ্যোগে গত বুধবার (১৩ এপ্রিল) ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার মিলিন্দা মোরাগোদা দেখা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সঙ্গে। সে সময় অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুজনের।
ওই বৈঠকের পর শ্রীলঙ্কার হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়েছে, ভারতের সহায়তা তাদের সংকটমুক্ত করতে প্রভূত সাহায্য করবে। ভারতই প্রথম দেশ, যে এই সংকটকালে শ্রীলংকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ভারত আরও দুই বিলিয়ন ডলার ঋণ দেয়ার বিষয়ে মনস্থির করেছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে আন্তর্জাতিক অর্থভান্ডারের বৈঠক। সেই অবসরে সেখানে ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন শ্রীলঙ্কার নতুন অর্থমন্ত্রী আলী সাবরি ও অন্য প্রতিনিধিরা।
শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ৫১ বিলিয়ন ডলার। এর মধ্যে শুধু চীনেরই অবদান ৮ বিলিয়ন। ঋণের ফাঁদে পড়ায় হাম্বানটোটা বন্দর চীনের কাছে ৯৯ বছরের লিজ দিতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা সরকার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.