গজারিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ এপ্রিল (মুজিবনগর দিবস) উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় । সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা তৌফিক আহমেদ নূর, গজারিয়া ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফি, হোসেন্দী ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, হাজী আক্তার হোসেনসহ উপজেলাধীন বিভিন্ন দপ্তর কর্মকর্তা বৃন্দ ।