|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যে সালে আসবে দুইটি রমজান মাস-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২২
১৯৯৭ সালে সর্বশেষ এমন ঘটনা দেখা গিয়েছিল। সে বছর জানুয়ারির শুরুতে ও ডিসেম্বরের শেষে রমজান মাস এসেছিল। প্রায় ৩৩ বছর পর ফের একই বছরে ২ বার পবিত্র রমজান মাস আসতে যাচ্ছে। তবে এজন্য অপেক্ষা করতে হবে ২০৩০ সাল পর্যন্ত। সে বছরের শুরুতে ও শেষে রমজানের দেখা পাওয়া যাবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন কিছু জ্যোতির্বিজ্ঞানী। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একদল জ্যোতির্বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে সৌদি জ্যোতির্বিদ খালেদ আল-জাকাক টুইটারে বলেন, চান্দ্র বর্ষপঞ্জিতে প্রায় প্রতি ৩০ বছর পর পর এমনটি দেখা যায়। হিজরি সন বা আরবি বর্ষপঞ্জি অনুযায়ী এক বছর পূর্ণ হয় ৩৫৪ দিনে। অপরদিকে, ইংরেজি সন বা গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী এক বছর পূর্ণ হয় ৩৬৫ দিনে। সেই হিসেবে প্রতি বছর ১১ দিন করে আরবি মাসগুলো এগিয়ে যায়। আরবি মাসের হিসাব করা হয় চাঁদ ও ইংরেজি মাসের হিসাব করা হয় সূর্যের পরিভ্রমণ অনুযায়ী
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.