|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
মার্কিন প্রতিবেদন টি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে: তথ্যমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২২
মার্কিন মানবাধিকার প্রতিবেদনের সাথে সরকার এক নয় জানিয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন এই প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পয়লা বৈশাখের সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় পাম ভিউ রেস্তোরাঁয় বাংলাদেশ সম্পাদক ফোরাম আয়োজিত 'মাহে রমজান ও গণমাধ্যম' শীর্ষক আলোচনা ও ইফতারের পূর্বে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ প্রতিক্রিয়া জানান। ড. হাছান বলেন, 'মার্কিন পররাষ্ট্র দফতরের মানবাধিকার প্রতিবেদনটি আমি দেখেছি। আমরা এই রিপোর্টে বাংলাদেশ বিষয়ে প্রতিবেদনের সাথে একমত নই। আমরা মনে করি, এ রিপোর্টের তথ্য-উপাত্ত নির্দিষ্ট কিছু সূত্র থেকে সংগ্রহ করা হয়। এবং সেই সূত্রগুলো একপেশে ও অনেক ভুল তথ্য সরবরাহ করায় রিপোর্টটি এমন হয়েছে।'
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.