সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুনের দিক নির্দেশনায় শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় ছাগলনাইয়া থানা প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্বেরাত প্রতিযোগিতা অংশগ্রহণ করে ক গ্রুপ ও গ গ্রুপ ১২ বছরের মধ্যে এবং খ ও গ গ্রুপের জন্য উম্মুক্ত। আযান প্রতিযোগিতা ঙ গ্রুপের ১২ বছরের মধ্যে ও গ্রুপ চ উম্মুক্ত করা হয়েছে। উপজেলার বিভিন্ন মাদ্রাসা হতে মোট ২৭৭ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) নাদিয়া ফারজানা। ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অংশগ্রহণ কারীদের মধ্যে মোট ১৮ জন শিক্ষার্থীকে ১ম, ২য় ও ৩য় স্থানে বিজয়ী ঘোষণা করা হয়। অত্র অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ছিলেন দেল আফরোজ ফাউন্ডেশন।জেলা পুলিশ প্রসাশন'র এই উদ্যোগকে ছাগলনাইয়ার সর্বস্তরের জনগন সাধুবাদ জানিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, পুলিশ পরিদর্শক মোঃ শাহীন মিয়া, সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম, এসআই মোঃ জাহাঙ্গীর দর্জি, এসআই আওলাদ হোসেন, ছাগলনাইয়া থানার অন্যন্য অফিসারবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সহ আরো অনেকে।