|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর ফরিদগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২২
ফরিদগঞ্জে বসতঘর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাউনিয়া ভূঁইয়া বাড়ি থেকে ফরিদ উদ্দিন ভূঁইয়া (২৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার।
নিহত যুুবক ফরিদের গলা ও মাথার পেছনের অংশে একাধিক কোপের জখম রয়েছে।
ফরিদগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত কয়েক মাস পূর্বে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে অবস্থান করার পাশাপাশি বিকাশ থেকে মোবাইলে টাকা রিচার্জের ব্যবসা আসছিলো ফরিদ।
তবে এলাকার বাসিন্দারা ও আশপাশের লোকজন জানান ঘটনার দিন, দিনের বেলায় ফরিদকে দেখলেও পরের দিন দেখা মিলেনা ফরিদের। প্রতিদিনের মতো ফরিদের খোঁজ না পেয়ে প্রতিবেশিরা তার বসতঘরে যান।
এসময় ঘরের একটি রুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফরিদগঞ্জের সার্কেল সোহেল মাহমুদ জানান দৈনিক বাংলার অধিকার কে জানান হত্যাকাণ্ডটি যেভাবে ঘটে থাকুক আমরা তদন্ত করে দোষী কে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদান করব।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, মরদেহের প্রাথমিক তদন্ত শেষ করেছি। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। আশা করি খুনের রহস্য অতি দ্রুত উদঘাটন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.