|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২২
গজারিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি পালিত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন ভাটের এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়মের প্রতিবাদে তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে শনিবার সকালে ভাটের চর বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। তীব্র নিন্দা ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী জনতার দাবি ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয় ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৫ শে মার্চ ২০২২ শুক্রবার পবিত্র জুম্মার দিন ও গণহত্যা দিবসে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে, অনুষ্ঠানের কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক শাহজাহান সিকদার , সাবেক কমিটির সদস্য ও সভাপতির পছন্দনীয় কিছু ব্যক্তি দ্বারা অনুষ্ঠান পরিচালনা করেন । এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ,বীর মুক্তিযোদ্ধা, অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অবমূল্যায়ন করায়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
মানববন্ধনে অংশগ্রহণকারী জনতার মধ্যে মুক্তিযোদ্ধা এবং প্রাক্তন শিক্ষার্থী সানা উল্লাহ জানান বিদ্যালয় তহবিল থেকে টাকা লুটপাট, বর্ষপূর্তি অনুষ্ঠানে, সভাপতি সাখাওয়াত হোসেনের তিন সহোদর ভাই স্মরণিকা প্রকাশ সহ নানা অনিয়মের প্রতিবাদে মানববন্ধন , প্রতিবাদ ও নিন্দা কর্মসূচি পালন করা হয়েছে । এ সময়
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ,বীর প্রতীক রফিকুল ইসলাম, ভাটেরচর ইউনিয়ন আওয়ামী লীগ ,সভাপতি, বোরহান দেওয়ান, নুরুজ্জামান দেওয়ান, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.