|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২২
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। আজ দুপুর ১২টার পর শহীদ নগর বউ বাজারের প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কারখানায় আগুন লাগে দুপুর ১২টা ৬ মিনিটে। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্লাস্টিক কারখানাটি টিনশেডের। এ কারণে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার লালবাগ থানার শহীদনগর বউবাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড প্লাস্টিক কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.