সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে এবংকি দীর্ঘদিনের জন্য মহাসড়কে কোন ধরনের দুর্নীতি, চাঁদাবাজি, চুরি, ডাকাতি যাতে না করতে পারে অপরাধীরা, সে জন্য এক ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে ফাজিলপুর (মুহুরীগন্জ) হাইওয়ে থানা পুলিশ। ফাজিলপুর (মুহুরীগন্জ) হাইওয়ে থানার আওয়াতাধীন ১১ কিলোমিটার মহাসড়কে যে স্থানগুলো অপরাধ প্রবণতা ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত সেই সব স্থানগুলোতে হাইওয়ে থানার উদ্যোগে সাধারণ জনগন ও আগত যাত্রীদের নিরাপদের কথা চিন্তা করে বৈদ্যুতিক লাইট দিয়ে আলোকিত করা হয়েছে। স্থান গুলির মধ্যে রয়েছে সমিতি বাজার, নিজকুন্জরা সহ অন্যন্য এলাকায়। ফাজিলপুর (মুহুরীগন্জ) হাইওয়ে থানার পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগন।
এই বিষয়ে জানতে চাইলে ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এবং দীর্ঘ মেয়াদের জন্য এই বৈদ্যুতিক লাইট দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে আলোকিত করা হয়েছে। তিনি আরো জানান, আমার হাইওয়ে থানার আওয়াতাধীন প্রায় ১১ কিলোমিটার মহাসড়কের মধ্যে যে স্থানে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের প্রবণতা বেশী সে সব স্থানে বৈদ্যুতিক লাইট দিয়ে আলোকিত করা হয়েছে। যাতে কোন দুষ্কৃতকারী অপরাধ না ঘটাতে পারে। ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া আরো জানান, নিজকুন্জরা, সমিতি বাজার বৈদ্যুতিক লাইট লাগানো হয়েছে। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ এলাকাতে বৈদ্যুতিক লাইট লাগনো হবে। আমাদের ফাজিলপুর (মুহুরিগন্জ) হাইওয়ে থানার পুলিশ সদস্যরা সর্বদা মহাসড়কে রাতদিন অবস্থান করে কাজ করে যাচ্ছে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা দিতে আমরা সর্বদা প্রস্তুত আছি, থাকবো ইনশাআল্লাহ।