|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরে সেতু নির্মানে নিন্মমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২২
শ্রীনগরে সেতু নির্মানে নিন্মমানের সামগ্রী ব্যাবহারের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সেতু নির্মাণে অত্যান্ত নিন্মমানের মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মত্তগ্রাম এলাকার রাস্তায় পাঠান বাড়ীর পাশে খালের উপর সেতু নির্মানে নিন্মমানের সামগ্রী ব্যবহারে অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিহাদ এন্টারপ্রাইজের বিরুদ্ধে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর(ডিডিএম) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে গ্রামীণ রাস্তায় ১মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নিমার্ণ শীর্ষক প্রকল্প ২০২১-২০২২ইং অর্থ বছরের প্রায় ৯০ লক্ষ টাকা বরাদ্দের সেতুতে অত্যান্ত নিন্মমানের বালু ও পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেলামিত-মত্তগ্রাম রাস্তায় জনচলাচলের জন্য মত্তগ্রাম পাঠান বাড়ীর পাশে খালের উপর সেতু নির্মাণের জন্য পাইলিংয়ের প্রস্তুতি চলছে, সিডিউলে সেতুতে ভাঙ্গা পাথর ব্যবহারের উল্লেখ থাকা সত্বেও ঠিাকাদার প্রতিষ্ঠানটি ভাঙ্গা পাথর ব্যবহার না করে ব্যবহার করছে নিম্ন মানের বালু ও গোটা পাথর। যা কিনা অত্যান্ত নিম্নমানের পাথর। পাথরের উপর পানি ঢাললে দেখা যায়, পাথর থেকে লাল বালু , কাঠের গুড়ি এবং ছোট ছোট মৃত পাথর বের হয়। যা কিনা হাতে চাপ দিতেই ভেঙ্গে যাচ্ছে।
শ্যামসিদ্ধি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাদেক পাঠান জানান, এ ব্যাপারে উপজেলা পিআইও কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন, এই বার এই পাথর গুলো ব্যবহার করা হবে। এর পর আর এ ধরনের পাথর ব্যবহার করতে দিব না।
শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, এলাকাবাসী এসে আমার কাছে অভিযোগ করে সেতুতে নিন্মমানের বালু ও পাথর ব্যাবহার করা হচ্ছে। আমি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান এর সাথে কথা বলেছি। তিনি বলেন, নিন্মমানের সামগ্রী হলে অপসারণ করা হবে।
সেতুতে নিম্নমানের বালু ও পাথর ব্যবহারের বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস নিহাদ এন্টার প্রাইজের মালিক সবুজ শেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনারা গিয়ে বালু মাখা পাথরগুলো পানি দিয়ে ধুয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন।
উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান বলেন, যদি এখানে নিন্মমানের সামগ্রী ব্যবহার হয়ে থাকে তাহলে এটা রিটার্ণ করে নতুন পাথর আনা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.