|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফিলিপাইনের দুই ক্যাসিনোকে অব্যাহতি-ূৈদৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২২
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা থেকে ফিলিপাইনের দুই ক্যাসিনোকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। আর ক্যাসিনো ব্যবসায়ী কিম অংকে অব্যাহতির আবেদন খারিজ করে বাংলাদেশ ব্যাংকের অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তবে মূল অভিযুক্ত আরসিবিসি ব্যাংকসহ অন্যদের বিরুদ্ধে মামলা চলবে কিনা সে বিষয়ে এখনও রায় হয়নি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের আইনি সেবাদাতা প্রতিষ্ঠান কজন ও'কনর এমন তথ্য জানিয়েছে।
অর্থ উদ্ধার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়ে গত ২৭ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কাউন্ট্রি সুপ্রিম কোর্টে রিজাল কমার্শিয়াল ব্যাংক এবং ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ।
আরসিবিসিসহ ৫জন বিবাদী মামলা থেকে অব্যাহতির আবেদন করে। গত ৮ এপ্রিল দেশটির আদালত আংশিক রায় দিয়েছে।
এর আগে ফিলিপাইনের একটি ক্যাসিনো মালিকের প্রতিষ্ঠানের বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনকোয়ারার ও ফিলস্টার জানায়, নিউইয়র্কের সুপ্রিম কোর্ট রায়ে ‘পর্যাপ্ত এখতিয়ার নেই’ উল্লেখ করে তিন বছর আগে করা বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.