|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধিনে,তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২২
আজ চাঁদপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে,জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আজ ১৩ এপ্রিল ২০২২ তারিখে চাঁদপুর জেলা কার্যালয়ের সদর উপজেলার আনন্দ বাজার,বিষ্ণুদি রোড,চেয়ারম্যানঘাট বাজারে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান জিয়া ব্রাদার্স,মা সুপার শপ ও খান স্টোর এর মূল্য তালিকা না টাঙানোর দায়ে এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ০৩ টি প্রতিষ্ঠান-
১.মা সুপার শপকে ২০০০/-
২. জিয়া ব্রাদার্স ৫০০০/-
৩. খান স্টোরকে ২,০০০/-
সহ সর্বমোট ৯,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পাশাপাশি রড ও সিমেন্টের দোকানেও কোনরূপ অনিয়ম আছে কিনা তা তদারকি করা হয়েছে।
আজকের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.