|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক ৪–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২২
চাঁদপুরে পৃথক মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ ৪ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়,সহকারী পরিচালক মোঃএমদাদুল ইসলাম মিঠুন সার্বিক তত্বাবধানে ১২ এপ্রিল, মঙ্গলবার রাত নয়টায় পরিদর্শক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন স্বর্ণখোলা রোডস্থ ফয়সাল মার্কেটের বেষ্ট এন্ড টেষ্ট নামীয় দোকানের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ ফাহিম (১৯), পিতা- রুবেল মিয়া, মাতা- জেসমিন বেগম এবং ২নং আসামী মোঃ রাব্বী হোসেন(১৮), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- পারুল বেগম কে ১০(দশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৪,০০,০০০/-। উক্ত মামলায় পরিদর্শক জনাব মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ দিকে, অপর এক অভিযানে ১০ ঘটিকা হতে ঘটিকা পর্যন্ত পরিদশর্ক মোঃ মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানাধীন ফয়সাল শপিং কমপ্লেক্স নামীয় মার্কেটের পিক এন্ড পে সুপার শপের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১নং আসামী মোঃ মাসুদ (২৫), পিতা- মোঃ আলমগীর হোসেন, মাতা- মাহামুদা বেগম এবং ২নং আসামী মোঃ সজিব খান(২৪), পিতা- মোঃ সুলতান খান, মাতা- সাজেদা বেগমকে ৭(সাত) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ২,৮০,০০০/-। উক্ত মামলায় উপ-পরিদর্শক মেহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এ ব্যাপারে সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান আমরা সরকার ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নিতি গ্রহন করা হয়েছে, এবং আমাদের এ ধরনের অভিযান চলবে বলেও তিনি জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.