|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
গজারিয়ায় বাল্ক হেডএ সন্ত্রাসী হামলা,গুলিবিদ্ধ ৫
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২২
গজারিয়ায় বাল্ক হেডএ সন্ত্রাসী হামলা,গুলিবিদ্ধ ৫
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষি এলাকায় নদীতে থাকা বাল্ক হেড এ সন্ত্রাসীদের হামলায় ৫জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার গভীর রাতে নতুন চাষি এলাকায় মর্ডান সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন মেঘনা নদীতে থাকা মোহন খানের বাল্ক হেডে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলিতে আহত হলেন বাল্ক হেড এর মালিক মোহন খান তার ছেলে আজিজুল ইসলাম, মালিক মানিক মিয়া, বাল্ক হেড এর স্টাফ সজীব ,মোসলেম ও মাহীনসহ পাঁচজন গুলিবিদ্ধ হয় । গুলিবিদ্ধ আহত মানিক মিয়া জানান হামলাকারীদের মধ্যে পাঁচ থেকে সাত জনের মুখ বাঁধা ছিল। হামলাকারী সন্ত্রাসীরা ১৫ থেকে ২০জন ছিল। একটি ট্রলার ও একটি স্পিডবোট যোগে তারা নদী পথে আসে । আমাদের বাল্ক হেডের সাথে চারটি বাল্ক হেড অতিক্রম করে সন্ত্রাসীরা আমাদের নাম ধরে ডাকলে আমরা কাজ বন্ধ করে বাল্ক হেডের ভিতরে থেকে বাহির হই । ইঞ্জিনের ত্রুটিপূর্ণ কাজে মালিক ও স্টাফ সহ আমরা বাল্ক হেড এ ৯ জন উপস্থিত ছিলাম। সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে আমরা পাঁচজন গুলিবিদ্ধ হই। হামলাকারীদের সুস্পষ্ট সনাক্ত করতে পারা যায় নাই ।ধারণা করা হচ্ছে ব্যবসায় সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ওপর হত্যা চেষ্টা চালানো হয়েছে । গুলিবিদ্ধ আজিজুল ইসলাম জানান সন্ত্রাসীরা এসে প্রথমে নাম ধরে ডাকছে বাল্ক হেড থেকে বের হওয়া মাত্র সন্ত্রাসীরা গুলি ছুড়ে । একটি গুলি আমার কাঁধে লাগে ,প্রাণের ভয়ে বেঁচে থাকার জন্য লাফিয়ে পানিতে পরি ।আমি মর্ডান সিমেন্ট ফ্যাক্টরি গেইট দিয়ে পানির উপরে উঠে। সিমেন্ট ফ্যাক্টরির নিরাপত্তাকর্মীসহ হামলাকারী বাল্ক হেডের কাছে ফিরে আসলে সন্ত্রাসীরা দ্বিতীয়বার গুলি ছোড়ে ।আবার দূরে সরে যাই। কাজী ফার্ম এলাকা থেকে আরও লোকজন নিয়ে তৃতীয় বার কাছে ফিরলে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে স্পিডবোট যোগে পালিয়ে যায় । আমরা গুলিবিদ্ধ ৫ জন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে ।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান নতুন চাষি স্পীড বোট যোগে হামলার বিষয়টি অবগত আছি। হামলাকারীদের ছুড়াগুলিতে কয়েকজন আহত হয়েছে। তাদের সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.