|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা নিয়ে বিপাকে মাস্টার্স পরীক্ষার্থীরা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২২
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপ মে মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর তৃতীয় ধাপের পরীক্ষা জুনের প্রথম সপ্তাহ অনুষ্ঠিত হবে।
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা তিন ধাপে আয়োজন করা হচ্ছে। প্রথম ধাপে ২২ এপ্রিল, দ্বিতীয় ধাপে ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হবে আগামী ৩ জুন। এমন সংবাদ শুনে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা পড়েছে বিপাকে। কারণ ২০ মে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা অন্যদিকে ২১ মে মাস্টার্স শেষ পর্ব ২০১৯ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা সদরে প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু মাস্টার্স পরীক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এতে তাদের যাতায়াত সমস্যা যেমন চরম সংকটে পড়বে অন্যদিকে পরীক্ষা প্রস্তুতিতে পরবে চরম চাপ।
এ বিষয়ে সরকারি তোলারাম কলেজের
এক মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থী বলেন, আমি নারায়ণগঞ্জ থেকে পড়াশোনা করছি কিন্তু আমার নিজ জেলাঃ রংপুর। ২০ মে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা শেষে ২১ মে মাস্টার্স পরীক্ষার জন্য এত দ্রুত নারায়ণগঞ্জে পৌঁছা সম্ভব হবে না। শুধু আমি নয় আমার মত হাজারো শিক্ষার্থী একই বিড়ম্বনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি মনে করি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং মাস্টার্স শেষ পর্ব ২০১৯ পরীক্ষার মধ্যে সমন্বয় সাধন করে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি একটি গ্রহণযোগ্য রুটিন প্রকাশ করবেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.