দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আচরণবিধি লঙ্ঘনের কারণে পেসার খালেদ আহমেদকে একটি ডিমেরিট ও ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা করেছে আইসিসি। আইসিসির কোড অব কনডাক্টের ২.৯ ধারা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘একজন খেলোয়াড় প্রতিপক্ষ দলের খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন তৃতীয় ব্যক্তির দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে বল ছুঁড়ে মারার সঙ্গে সম্পর্কিত থাকায় দোষী সাব্যস্ত হয়েছে।’ দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৯৫তম ওভারে কাইল ভেরেন্নে স্ট্রাইকে ছিলেন। খালেদ বোলিং করার পর বল কুড়িয়ে নিয়ে ভেরেন্নের দিকে ছুঁড়ে মারে। এরপর দুজনের কথা কাটাকাটিও চলে। মাঠ আম্পায়ার মারাইস ইরাসমাস এবং আল্লাহুদিন পালেকার, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক এবং ম্যাচ অফিসিয়াল বোঙ্গানি জেলে অভিযোগ গঠন করেন। আম্পারাদের আনিত অভিযোগে অপরাধ স্বীকার করেন খালেদ এবং অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন।