|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরায় দলিল লেখকদের অর্ধবেলা কলম বিরতি ও প্রতিবাদ সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২২
রাজধানীর ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির দলিল লেখকদের অর্ধবেলা কলম বিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত বাঁশেরপুল সাব-রেজিস্ট্রি অফিসে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁনের নামে ভিত্তিহীন, সম্মান হানিকর ও মিথ্যা মামলার প্রতিবাদে এ কর্মসুচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ওই কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব ফায়জুল হক খাঁন।
এ সময় ফায়জুল হক খাঁন বলেন, গত ৬ এপ্রিল বুধবার ডেমরা থানায় মো. নেছার উদ্দিন নামক এক ব্যাক্তিকে বাদী সাজিয়ে সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খাঁনসহ কয়েকজনকে আসামী করে ভিত্তিহীন, সম্মান হানিকর ও মিথ্যা মামলা দায়ের করে একটি কুচক্রি মহল। মূলত আনোয়ার হোসেন খাঁনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ওই মহলটি ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়িয়েছেন। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন কল্যান সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাজহারুল হক, আলহাজ্ব আব্দুল্লাহ মোল্লা, এরশাদ আলম ইশু, আব্দুল বারেক তালুকদার, মো. সিরাজুল ইসলাম, মো. ফারুক আহমেদ, মুজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক আহসান ভুইয়া (আপ্পু), যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্লাহ মিয়া, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শাহীনসহ অনেকে। এদিকে কর্মবিরতি পালনকালে ডেমরা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সাধারণ সদস্যদের সকলেই সংহতি প্রকাশ করে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.