|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পাওয়া রাকিবের পড়াশোনার দয়িত্ব নিলেন -আইসিটি প্রতিমন্ত্রী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২২
চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পাওয়া রাকিবের পড়াশোনার দয়িত্ব নিলেন -আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানা যায়,আর্থিক অস্বচ্ছলতার কারনে মেধাবী ছাত্র রাকিব মেডিকেলে চান্স পেয়ে ও যাচ্ছে এমন খবর পেয়ে তার পড়োশনার সকল খরচের দায়িত্ব নেন তিনি। মোঃ রাকিব হোসেনের পিতা: মোঃ আনছার আলী, গ্রামঃ ভাটপাড়া, ইউনিয়ন: ছাতনী, উপজেলা: নাটোর সদর ,জেলাঃ নাটোর।
একজন মেধাবী ছাত্র। সে চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছে । পারিবারিকভাবে আর্থিক অসচ্ছলতার কারণে তার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙ্গে যাবার খবরে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দেশের যুব সমাজের আইকন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ICT প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak এমপি। তার ভর্তি এবং লেখাপড়ার দায়িত্ব নেবার জন্য Zunaid Ahmed Palak কে ধন্যবাদ জানিয়েছেন সর্বসাধারণ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.