|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়া উপজেলা জাগোহিন্দু পরিষদের উদ্যোগে ১০তম গীতা শিক্ষালয় শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২২
গীতার আলো প্রতিটি সনার্তন ধর্মাবলম্বী দের ঘরে ঘরে জ্বালো,জয় গীতা জয় গীতা জয় গীতা এই স্লোগানকে সামনে রেখে,চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা জাগো হিন্দু পরিষদ (JHP) উদ্যোগে চান্দিনা উপজেলার পিপিয়া গ্রামে, সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে গীতা স্কুল উদ্ধোধন করা হয়।আজ শুক্রবার বিকেলে গীতা শিক্ষালয় শুভ উদ্বোধন অনুষ্ঠানে ছাত্র ছাত্রী দের মাঝে গীতা দানের মধ্যে দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন,শ্রী শান্তুু ধর, JHP জাগোহিন্দু পরিষদের আহ্বায়ক ও চাঁদপুর জেলা কমিটি মিডিয়া বিষয়ক সম্পাদক শ্রী ভূষন সরকার ,সদস্যJHP কচুয়া উপজেলা।প্রধান অথিতিঃ শ্রী গোপাল দাস জয়, সদস্য সচিবJHP কচুয়া উপজেলা এবং ত্রান বিষয়ক সম্পাদক JHP চাঁদপুর জেলা।প্রধান বক্তাঃ শ্রী পংকজ চন্দ্র সরকার,সদস্য সচিব JHP ৬নং উওর কচুয়া ইউনিয়ন।বিশেষ অতিথিঃ শ্রী মুক্তা বৈদ্য,আহ্বায়ক JHP ৬নং উওর কচুয়া ইউনিয়ন।শ্রী সোহাগ সরকার,সদস্য JHP ৬নং ইউনিয়ন কচুয়া উপজেলা।শ্রী সত্যবান সরকার, সদস্য JHP ৬নং কচুয়া উওর।শ্রী অনিক সরকার,সদস্য JHP ৬নং উওর কচুয়া।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রী নেপাল সরকার,পিপিয়া,চান্দিনা উপজেলা।সঞ্চালনায় ছিলেন, শ্রী ডালিম চন্দ্র বৈদ্য,সদস্য JHP ৬নং উওর কচুয়া ইউনিয়ন।এসময় অথিতিরা বক্তব্য বলেন,সকল সনার্তন ধর্মাবলম্বী দের মধ্যে ধর্মীয় রীতিনীতি আচার আচরণ বিষয়ে ধর্মীয় শিক্ষার খুবই প্রয়োজন,এই গীতা শিক্ষালয়ের মধ্য দিয়ে সকল সনার্তন ধর্মাবলম্বী দের মনোভাব প্রকাশ হবে বলে জানিয়েছেন।কচুয়া উপজেলা জাগোহিন্দু পরিষদের উদ্যোগে এই পর্যন্ত ১০টি গীতা শিক্ষালয় খোলা হয়েছে।
ছবিঃ কচুয়া উপজেলা জাগোহিন্দু পরিষদের উদ্যোগে ১০তম গীতা শিক্ষালয় শুভ উদ্বোধনের একাংশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.