|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী ইউপি সদস্যের বাড়ীতে হামলা ও দরজা জানালা ভাংচুর
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২২
শ্রীনগরে নারী ইউপি সদস্যের বাড়ীতে হামলা ও দরজা জানালা ভাংচুর
মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী ইউপি সদস্যের বসত বাড়ীতে প্রতিপক্ষ হামলা চালিয়ে ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করেছে।
গত(৭এপ্রিল)বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য কামারগাঁও এলাকায় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শহরবানু’র বাড়ীঘরে এ হামলা চালিয়ে ক্ষতি সাধন করা হয়।
এব্যাপারে নারী ইউপি সদস্যের ছেলে কামাল খান(৩৫) বাদী হয়ে হামলাকারী ইমরান শেখ(৩৫)সহ ৬জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন।
নারী ইউপি সদস্যের ছেলে কামাল খানের অভিযোগ সূত্রে জানা যায়, কামাল খান এর বাড়ীতে ঘর বাড়ী উত্তোলন করতে গেলে পূর্ব হইতে প্রতিবেশী সামাদ শেখের ছেলে ইমরান শেখ(৩০), ইকবাল শেখ(৩৫), আকাশ শেখ(২৮), ছাদি শেখ(২৬), স্ত্রী ইবি বেগম(৫০)সহ সামাদ শেখ নিজে বাধা প্রদান করে আসতেছিল। বৃহস্পতিবার কামাল তার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কাজ শুরু করলে বিকেলে ইমরান শেখ গং হাতে লাঠি শোঠা, কাঠের ডাসা, লোহার রড ইত্যাদি নিয়ে নারী ইউপি সদস্যের বসত বিল্ডিংয়ের ভিতরে হামলা চালিয়ে দেয়াল,দরজা ও কাচের জানালা ভাংচুর করে ক্ষতি সাধন করে। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে কামালসহ তার মা নারী ইউপি সদস্যকে হুমকি দিয়ে চলে যায়।
সংরক্ষিত নারী ইউপি সদস্য শহরবানু জানান, বাড়ীতে আমি শ্রমিক লাগিয়ে বসত বিল্ডিংয়ের কাজ করাইতেছিলাম। এ সময় আমার প্রতিবেশী ইমরান শেখ রাজউকে চাকুরী করে সেই ক্ষমতা বলে আমার বিন্ডিংয়ে ভেঙ্গে দেওয়ার উদ্দেশ্যে তার বাবা-মা সহ ভাইদের নিয়ে হামলা চালিয়ে দেয়াল, দরজা ও জানালা পিটিয়ে ভাংচুর করে অনুমান ২লক্ষ টাকার ক্ষতি করে এবং আমাদেরকে হুমকি দিয়ে চলে যায়।
ভাগ্যকুল ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আইয়ুব খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মহিলা ইউপি সদস্য তার বাড়ীতে পিলার নির্মান করতেছে শুনে আমি সহ ৬ ও ৪ ওয়ার্ডের মেম্বারদের নিয়ে সেখানে যাই। যাওয়ার পর ভাগ্যকুলের তহসিলদার এসে কাজ বন্ধ রাখতে বললে তারা কাজ বন্ধ রাখে এবং বাড়ীর কাগজপত্র নিয়ে আগামী রোববার তহসিল অফিসে যাইতে বলে। এটা শুনে আমরা সবাই চলে আসি। পরে প্রতিবেশী ছামাদ শেখসহ তার স্ত্রী ও ছেলেরা মহিলা মেম্বারের বাড়ীতে আক্রমন চালিয়ে ভাংচুর করেছে ঘটনা সত্য।
এব্যাপারে অভিযুক্ত ইমরান শেখ বলেন, আমি বিকেল রাস্তা দাড়িয়ে ছিলাম ঐ সময় দেখি কামাল পূনরায় কাজ করতেছে এবং আমাদের উদ্দেশ্যে করে গালিগালাজ করছে। আমি প্রতিবাদ করায় কামাল আমার উপর ডাসা নিয়ে এগিয়ে আসলে আমি ওখানে থাকা লোহার কলম ধরলে ঐটা হেলে যায়। আমরা বাড়ীতে গিয়ে কোন আক্রমন করি নাই।
এব্যাপারে ভাগ্যকুল ইউনিয়ন তহসিলদার হান্নান এর কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) আল-আমিন বলেন, এ ঘটনার বিষয়ে উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.