|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে আখের রসের কদর বেড়েছে–দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২২
দিনাজপুরের বিরামপুর সহ সারা দেশেই বাড়ছে গরমের তীব্রতা। তীব্র এই গরমে দিনভর রোজা রাখার পর রোজাদারদের কাছে বিভিন্ন রকমের শরবত, জুসের পাশাপাশি বেড়েছে আখের রসের চাহিদা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে শহরের ঘাটপার বড় ব্রিজ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আখের রসের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে।আখের রসের চাহিদা বেশি থাকায় বিক্রোতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। আখের রস বিক্রেতা রুবেল জানান, গরমের সময়েই আমাদের ব্যবসা ভাল চলে। এবার রোজার আগে থেকেই গরম বেশি থাকায় বেচাবিক্রি ভাল হচ্ছিল। রমজান আসার পরে তা আরও বেড়েছে। তিনি বলেন, রমজানের কারণে সারাদিন খুব একটা বেচাকেনা না হলেও বিকেলে ভাল বেচাকেনা হয়। ইফতারির আগে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। তিনি আরও জানান, এখন প্রতি গ্লাস ১০ টাকা দরে বিক্রি করছি। বরফসহ লিটার প্রতি ৫০ টাকা দরে বিক্রি করে থাকি। বরফ ছাড়া 8০ টাকা লিটার দরে বিক্রি করি। সব স্থানে এই একই দাম।আখের রস কিনতে আসা সোহেল জানান, এবার অনেক গরম পড়েছে। ইফতারে আখের রস খেলে শরীরটা একটু ঠান্ডা থাকে। তাই আখের রস কিনছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.