সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মুসলিম উম্মার সর্ববৃহৎ সিয়াম সাধনার মাস পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে মহাসড়কে দুর্নীতি চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে ফাজিলপুর (মুহুরীগন্জ) হাইওয়ে থানা পুলিশ। সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা তথ্য ছাড়া মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী কোনো গাড়ি থামানো যাবে না। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এসব কথা জানান ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি আরো বলেন, ঈদে মানুষ যানজট মুক্ত মহাসড়ক দিয়ে যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং পণ্যবাহী গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধে কঠোর পরিশ্রম করে যাচ্ছে ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানা পুলিশ। সরকারের পক্ষ থেকে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধের নির্দেশনা এসেছে। আমরা সর্বদা সজাগের সহিত ব্যবস্থা নিচ্ছি। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আমরাও আমাদের পুলিশ সদস্যদের বলেছি চাঁদাবাজি ঠেকানোর পাশাপাশি পুলিশও যাতে অতীব প্রয়োজন না হলে পণ্যবাহী ট্রাক আটকে চেক না করে। ঈদকে সামনে রেখে যানজট নিরসনে ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার আওতাধীন প্রায় ১১ কিলোমিটার মহাসড়ক ফেনী সদর থানা ও ছাগলনাইয়া থানা এলাকার ধুমঘাট, নতুন মুহুরীগঞ্জ, ফাজিলপুর ও লেমুয়া ব্রীজ মহাসড়কে নির্দিষ্ট স্থানে পণ্যবাহী গাড়ি থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক চাঁদাবাজি করা হলে তা কঠোর হস্তে দমন করে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।