|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমলনগর মোটরসাইকেলের নিহত ১আহত ২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২২
কমলনগরে সড়ক দূর্ঘটনায় শাহরিয়ার আহমেদ মিশাদ(১৮) নামে হাজিরহাট বাজারের এক টেলিকম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত মিশাদ কমলনগরের ৭নং হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিদ্দিকুল্লাহ হাজী মিজানের বড় ছেলে ও চর জাঙ্গালীয়া এসসি উচ্চ বিদ্যালয়ের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থী এবং হাজিরহাট প্রতিবেশী কম্পিউটার এন্ড টেলিকমের মালিক ছিলেন।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকালে কমলনগরের মুন্সিরহাট বাজারের আধা কিলোমিটার উত্তরে এক মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য ফারুক মুন্সি জানান, বৃহস্পতিবার (আনুমানিক) সন্ধ্যা ৪.৩০ মিনিটের দিকে কমলনগরের মুন্সিরহাট বাজারের আধা কিলোমিটার উত্তরে মোটর সাইকেলে করে ৩জন লক্ষ্মীপুর থেকে আসতেছিল, হঠাৎ সামনে একটি বাই-সাইকেল এসে পড়লে হাইড্রেলিক ব্রেক করায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মোটরসাইকেল আরোহী তিনজন সহ ৪ গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় মিশাদ সহ তাদের ৪ জনকেই লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে করা হয়। আহতরা হলেন হাজিরহাট ৫নং ওযার্ডের ওয়াহেদ আলী মাস্টার বাড়ির হারুনের ছেলে নাহিদুল আলম ইমন(২০) ও বাজারের উত্তরে ইরাকি মমিনের বাড়ির রায়হান(২০),চর মার্টিন ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সেরাজ মিয়ার বাড়ির আনোয়ারের ছেলে সোহেল (১৫) । সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে। বাকী ২জন ইমন ও রায়হান লক্ষ্মীপুর মিলেয়াম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় ৪জন গুরতর আহত হয়। আশংকাজনক অবস্থায় মিশাদসহ ৪জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিশাদকে মৃত ঘোষণা করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.