|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডেমরায় ব্যবসায়ীর দোকানে ভাঙচুর, হত্যার উদ্দেশ্যে মারধর, চুরি ও হুমকি প্রদর্শনের অপরাধ,আহত ২: গ্রেফতার ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২২
রাজধানীর ডেমরায় টাকা পয়সা লেনদেনের বিরোধেকে কেন্দ্র করে ‘আওয়াল ডিপার্টমেন্টাল ষ্টোর’ নামে একটি মুদি, বিকাশ ও ফ্লেক্সি লোডের দোকানে কতিপয় অসাধুরা ভাঙচুর করে নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা, বিকাশ (১ লক্ষ ২৫ হাজার টাকা), ফ্লেক্সিলোড ও নগদের সিমসহ (৮৫ হাজার টাকা) মোবাইল সেট চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অসাধুরা হত্যার উদ্দেশ্যে ওই দোকান মালিকের দুই ছেলেকে লাঠিসোটা, হকি ষ্টিক, রড ও চাকু দিয়ে এলোপাথারী মারধর ও পোঁচ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে দোকান মালিকের তৃতীয় ছেলে আব্দুল আজীজ (৩৩) আশংকাজনক অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর দি¦তীয় ছেলে ইকবাল হোসেন (৪২) অসুস্থ অবস্থায় রয়েছে। এ ঘটনায় দোকান মালিক আব্দুল আউয়াল বেপারী (৭০) শনিবার (৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা থানায় অভিযুক্ত ৪ জনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন-সারুলিয়া গনি মেম্বারের বাড়ীর সিদ্দিক মিয়ার ছেলে ইমন (২৫), তার ভাই রিফাত (২০), তার মা সেলি বেগম (৫০), ও সহযোগী সারুলিয়া ওয়াসা রোডের আনোয়ারের বাড়ীর ভাড়াটিয়া রুবেলের ছেলে রিফাত ওরফে টাইগার (২০)। এদিকে রোববার দুপুরে ২ নং আসামি রিফাতকে গ্রেফতার করে পুলিশ।
বাদীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি (তদন্ত) মো. ইসমাঈল হোসেন খান বলেন, টাকা পয়সা লেনেদেনের বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা দোকানে ভাঙচুরের সময় চুরির পাশাপাশি দেড় লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এদের মধ্যে ১ জনকে গ্রেফতার করা হলেও দ্রুত বাকীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.