ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় ঘুড়ি উড়াতে গিয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে কাউসার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে পাইটি এলাকায় ডেভেলপারের মাধ্যমে ৩৮ জন মালিকের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে ওই শিশুর মৃত্যুর হয়। এদিকে মুমূর্ষু অবস্থায় কাউসারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটি ওই ভবনের কেয়ারটেকার নেত্রকোনার পূর্বধলা উপজেলার আহম্মেদ আলীর ৫ ছেলের মধ্যে সবার ছোট। পরিবারের সঙ্গে ডেমরায় ওই ভবনের নিচতলায় থাকতো কাউসার। আগে পড়ালেখা করলেও বর্তমানে কিছু করতো না সে।
শিশুটির বাবার বরাতে ডেমরা থানার ওসি (তদন্ত) জানান, আহাম্মদ আলী পাইটি এলাকায় ওই নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার হিসেবে চাকরি করেন। সকালে অন্য দুই ছেলের সঙ্গে কাউসার ভবনের পাঁচ তলার ছাদে গিয়েছিল ঘুড়ি উড়াতে। এ সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় সে। পরে অন্য ছেলেদের ডাক চিৎকার শুনে ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাউসারকে প্রথমে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা শিরিনা বেগম জানান, ভোর রাতে পরিবারের সবার সঙ্গে সেহরি করে কাউসার। প্রথম রোজাটি রাখবে বলেছিল। সকালে ঘুম থেকে উঠেই সে তার অন্য দুই ভাইয়ের সঙ্গে ছাদে গিয়েছিল। এ ঘটনায় ডেমরা থানার এসআই আশরাফুল কবির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন।