|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ১ এপ্রিল, ২০২২
মাজেদুর রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ,বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে পূর্ব আরাজী চন্ডিপুর স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুক্তা রানী দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ অরুনাশু দত্ত (টিটো)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার। ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ। ঠাকুরগাঁও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম (হুরা)।গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল।
পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের অবসর জনিত কারণে বিদায়ী সহকারী শিক্ষক মোঃ সামসুজজোহা চৌধুরীর হাতে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক রইছ উদ্দিন সাজু, শারীরিক শিক্ষার শিক্ষক সত্য মহন রায় ও হিন্দু ধর্ম শিক্ষক সজল চৌধুরী উপহার সামগ্রী তুলে দেন।
অতিথি বৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পূর্ব আরাজী চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
রইছ উদ্দিন সাজু মাষ্টার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.