সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ যুবশক্তি সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজ পরিবর্তনের জন্য চাই গতি, শক্তি ও প্রগতি। যারা পুরনো ধ্যান-ধারণা নিয়ে চলে এবং কূপমণ্ডূকতার আশ্রয় নেয়, তাদের দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয়। তাই কালে কালে যুবকরাই উড়িয়েছে পরিবর্তনের বৈজয়ন্তী। পৃথিবীতে যুগে যুগে যুবকরাই এগিয়ে এসেছে এবং বিভিন্ন বিপ্লব ঘটিয়েছে। যুবকরাই আবার দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সকল অধিকার আদায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে অধিকার আদায়ে যুবকদের মনোবলকে শক্তিশালী করতে এক মানবিক যুবলীগ নেতার জন্ম তাঁর নাম আজহারুল ইসলাম সাজিদ। তিনি ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলা ৮ নং রাধানগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
আজহারুল ইসলাম সাজিদ তিনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাধানগর ইউনিয়ন যুবলীগকে। একটি শক্তিশালী যুবলীগের ঘাঁটিতে পরিনত করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আজহারুল ইসলাম সাজিদ। শুধু তাই নয় রাধানগর ইউনিয়নে অসহায়, গরীব, দুখী মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন এই মানবিক নেতা। অসহায় যুবলীগের প্রানের স্পন্দন'র আরেক নাম আজহারুল ইসলাম সাজিদ। করোনাকালিন সময় এই মানিবক নেতা তাঁর ইউনিয়নে অসহায়দের পাশে থেকে নগদ অর্থ সহ দিয়েছেন ত্রাণ সামগ্রী। এই মানবিক নেতা রাধানগর ইউনিয়ন ছাত্রলীগের নিঃশ্বাস বিনামূল্যে অক্সিজেন সেবার অন্যতম পৃষ্ঠপোষক। যার হৃদয়ে সবসময়ই অসহায় সাধারণ মানুষ ও অসহায় যুবলীগ কর্মীদের নিয়ে কাজ করা তাকে দমিয়ে রাখা কি সম্ভব? অসহায় মানুষ এবং অসহায় যুবলীগের পাশে থেকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়ে রীতিমতো আলোচনা এসেছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মানবিক নেতা আজহারুল ইসলাম সাজিদ।
আজহারুল ইসলাম সাজিদ শান্তির হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক এবং মিতালী ট্রেডার্স'র স্বত্বাধিকারী। তিনি রাধানগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড উত্তর কুহুমা মৃত সাহাব উদ্দিন'র সুযোগ্য সন্তান এবং মৃত আমির হোসেন ভেন্টরের নাতি।